আগর অধ্যুষিত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগরে শনিবার আগর শিল্পের উদ্যোক্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগর শিল্পোদ্যোক্তারা বিসিক আগর শিল্পনগরী ও আধুনিক পদ্ধতিতে আগর উৎপাদনের ওপর প্রশিক্ষণ নিতে আগ্রহ প্রকাশ করেন।
এ সভায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) যুগ্ম সচিব ড. গোলাম মো. ফারুক। মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), স্থানীয় জনপ্রতিনিধি, মৌলভীবাজার জেলার বিসিকের কর্মকর্তারা ও ৩০ জন আগর শিল্পের অংশীজন উপস্থিত ছিলেন।
দেশের অর্থনীতিতে আগর শিল্পের অপার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের এক সভায় প্রধানমন্ত্রী আগর শিল্পের উন্নয়নের বিষয়ে নির্দেশনা প্রদান করেন। তারই পরিপ্রেক্ষিতে ‘মৌলভীবাজার জেলার আগর শিল্পের বিদ্যমান সমস্যা সমাধান ও এর বাজার সম্প্রসারণের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ’ বিষয়ে শিল্প মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়। এ পরিপ্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বিসিক থেকে ‘আগর শিল্পের উন্নয়ন’ শিরোনামে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করা হয়। পরে ডিপিপির ওপর পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়।
পিইসি সভায় প্রস্তাবিত ডিপিপি পর্যালোচনা করে আগর শিল্পের বর্তমান অবস্থার বিষয়ে একটি বেজ লাইন সার্ভে পরিচালনার সিদ্ধান্ত প্রদান করা হয়।
সানবিডি/এনজে