১৩ শতাংশ তুলার চাহিদা বাড়তে পারে ভারতে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১৮ ১৪:১৪:৫৩


মহামারি করোনার ছোবল থেকে সামলে উঠে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ভারতের বস্ত্র খাত।তুলার ব্যবহার বাড়ছে দেশটিতে।এ ধারাবাহিকতায় ২০২০-২১ মৌসুমে ভারতে তুলার চাহিদা আগের মৌসুমের তুলনায় ১৩ শতাংশ বাড়তে পারে। সম্প্রতি এক সাক্ষাত্কারে এ সম্ভাবনার কথা জানান যুক্তরাষ্ট্রভিত্তিক কটন কাউন্সিল ইন্টারন্যাশনালের (সিসিআই) নির্বাহী পরিচালক ব্রুস অ্যাথার্লি। খবর বিজনেস লাইন।

এ ব্যাপারে সিসিআইয়ের পরিচালক বলেন, করোনা মহামারীতে ভারতে তুলার চাহিদায় পতন দেখা গেছে। ২০১৮-১৯ মৌসুমে ভারতে তুলার চাহিদা ছিল ১২ কোটি বেল (প্রতি বেলে ৪৮০ পাউন্ড)। মহামারীর কারণে সর্বশেষ ২০১৯-২০ মৌসুমে ভারতে পণ্যটির চাহিদা দাঁড়িয়েছে ১০ কোটি ২০ লাখ বেলে, যা আগের মৌসুমের তুলনায় ১৫ শতাংশ কম।

তবে মহামারীর ধাক্কা সামলে ওঠায় চলতি ২০২০-২১ মৌসুমে ভারতে তুলার চাহিদা আগের মৌসুমের তুলনায় ১৩ শতাংশ বেড়ে ১১ কোটি ৪০ লাখ বেলে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান ব্রুস অ্যাথার্লি। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ভারতে তুলার চাহিদা বাড়তে পারে ১ কোটি ২০ লাখ বেল।

সানবিডি/এনজে