ভারতকে ৩২৮ রানের টার্গেট দিলো অষ্ট্রেলিয়া

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১৮ ১৫:১৫:৪৫


ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা শার্দুল ঠাকুর ও তৃতীয় টেস্ট খেলতে নামা মোহাম্মদ সিরাজের মধ্যে লড়াইটা জমল দারুণ। কে আগে ক্যারিয়ারের প্রথম ফাইফার নিতে পারেন- তা নিয়েই চলল স্বাস্থ্যকর প্রতিযোগিতা। যেখানে জয়ী এক ম্যাচ বেশি ‘অভিজ্ঞ’ সিরাজ। তিনিই তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফাইফার তথা পাঁচ উইকেট।

এই ম্যাচে সিরাজ -শার্দুলের দ্বিমুখী আক্রমণে নিজেদের দ্বিতীয় ইনিংসে খুব বড় হয়নি অস্ট্রেলিয়ার সংগ্রহ। প্রথম ইনিংসে পাওয়া ৩৩ রানের লিড নিয়ে খেলতে নেমে তারা অলআউট হয়েছে ২৯৪ রানে। ফলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩২৮ রান। শেষদিন ম্যাচ জিততে সবকয়টি উইকেট হাতে নিয়ে তাদের করতে হবে আর ৩২৪ রান।

সানবিডি/এনজে