বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক হলেন আহমেদ জামাল

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১৮ ১৬:৪৭:৪৪


বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর আহমেদ জামালকে পরিচালনা পর্ষদের পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদের নির্বাহী কমিটিরও সদস্য করা হয়েছে তাকে।

আজ সোমবার অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে ।

আহমেদ জামালকে আগামী তিনবছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটির আগামী সভা থেকে তিনি যোগদান করবেন বলে জানিয়েছেন ।

সানবিডি/এনজে