বীমা মালিকদের মূলধনের ৬০% পূরণের নির্দেশ আইডিআরএ’র
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-১৮ ২২:১৪:১৪

সাধারণ বীমা কোম্পানিগুলোর (নন-লাইফ) পরিশোধিত মূলধন নূন্যতম ৪০ কোটি টাকার নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সাথে মূলধ্যনের ৬০ শতাংশ উদ্যোক্তা পরিচালকদেরকে রাখার জন্য নির্দেশ দিয়েছে। আগামী এক মাসের মধ্যে এটির অগ্রগতি আইডিআরএকে জানানোর জন্য বলা হয়েছে। আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ১৭ জানুয়ারি আইডিআরএ পরিচালক (উপ সচিব) মোঃ জাহাঙ্গীর আলম একটি চিঠি নন-লাইফ কোম্পানিগুলোর মূখ্য নির্বাহীদের বরারর পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে,বীমা আইন ২০১০ এর ২১(৩) ধারা পরিপালনপূর্বক আগামী এক মাসের মধ্যে তফসিল-১ নূন্যতম পরিশোধিত মূলধন সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
বীমা আইন ২০১০ এর ২১(৩) ধারা বলা হয়েছে, নন-লাইফ ইন্স্যুরেন্সে ব্যবসার জন্য (অ) বাংলাদেশে নিবন্ধিত নূন্যতম ৪০ কোটি টাকা যাহার ৬০ শতাংশ উদ্যোক্তাগণ কর্তৃক প্রদত্ত হইবে ও অবশিষ্ট ৪০ শতাংশ জনসাধারণ কর্তৃক প্রদানার্থে উম্মুক্ত থাকিবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে- এশিয়া ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও মূখ্য নির্বাহী কর্মকর্তা সানবিডিকে বলেন, এটি অবশ্যই একটি ইতিবাচক নির্দেশনা। তবে পরিপালন করাটা একটু সময় স্বাপেক্ষ বিষয়। নির্ধারিত সময়ে বাস্তবায়ন করাটা একটু কঠিন হবে।
এ বিষয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শেখ কবির হোসেন সানবিডিকে বলেন, এটি বীমা আইনেই বলা আছে, আমাদের তা পূরণ করতে হবে। তবে পূরণ করার জন্য সময় বাড়াতে হবে। আমরা আইডিআরএ’র কাছে সময় বাড়ানোর জন্য আবেদন করবো।
আইডিআরএ নিম্মোক্ত কোম্পানিগুলোর কাছে পাঠিয়েছে, অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লিমিটেড,বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড,সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড,কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড,গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড,ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড,জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড,কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড,নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড,প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড,পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড,ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড,পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড,প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড,প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড,রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড,সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড,স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড,সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড,তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড,ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড,ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











