‘প্রবাসের বুকে বাংলাদেশকে তুলে ধরি-ঐক্যবদ্ব্য ভাবে এগিয়ে চলি’– এই প্রতিপাদ্যকে সামনে রেখে সৌদি আরবের বুকে একমাত্র বাংলাদেশী সাস্থ্যসেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টারের বার্ষিক সাধারণ সভা ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে ডিএমডি শাখাওয়াত হোসেন আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্পন্সর সৌদি নাগরিক বান্দর বীন নায়েফ আল হারতি।
এজিএম সভায় উপস্থিত ডিরেক্টরদের সামনে প্রতিষ্ঠানের বিগত বছরের আয় ব্যায়ের হিসাব তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান বক্তা ঢাকা মেডিকেল সেন্টারের এমডি আবদুল্লাহ আল মামুন।
অন্যান্যের মধ্যে অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ডিরেক্টর অব এডমিন মোহাম্মদ শফি. আই. এফ. রাব্বি (সাইমুম), ফাইনান্স ডিরেক্টর গাজী মোহাম্মদ সফিউল্লাহ, পাবলিক ডিরেক্টর সাইফুল ইসলাম, মোঃ ওহিদুজ্জামান, মার্কেটিং ডিরেক্টর মোঃ আকতার হোসেন, মোঃ জাকির হোসেন প্রমুখ।
এজিএম সভায় উপস্থিত ৬০ জন ডিরেক্টরদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নগদ লভ্যাংশ, সন্মাননা স্বারক উপহার তুলে দেয়া হয়।
একই সাথে অফিসের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে সন্মাননা স্বারক উপহার প্রদান করা হয়।
বক্তারা করোনাকালীন সময়ে প্রবাসী বাংলাদেশীদের সাস্থ্যসেবার ক্ষেত্রে ঢাকা মেডিকেল সেন্টার অগ্রনি ভূমিকা রাখায় সকলেই ভূয়সী প্রশংসা করেন। আগামীতেও যেন এই ধারা অব্যাহত থাকে, প্রবাসী বাংলাদেশীরা সেবা পায় সেই দিকে খেয়াল রাখার আহবান জানান বক্তারা।
প্রবাসের মাটিতে এই প্রথম কোন বাংলাদেশি প্রতিষ্ঠান সফলভাবে এজিএম সভা করতে সক্ষম হয়েছে বলেও জানান তারা। সভায় পরিচালকবৃন্দ সহ তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।