আগামী বছরে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও কমতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ। দ্য গার্ডিয়ানের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিশ্চিয়েনা লাগার্দে জানিয়েছেন, মার্কিন সুদের হার বৃদ্ধি ও চীনের অর্থনৈতিক ধীরগতি বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা ও অস্থিরতা তৈরি করেছে।
তিনি বলেন, উদীয়মান অর্থনীতির দেশগুলোতে আর্থিক ঝুঁকি বেড়েছে। এ কারণে অনেক দেশের আর্থিক খাত দুর্বল হয়ে পড়েছে। পাশাপাশি বিশ্ব বাজারের অবস্থাও তুলনামূলক ধীরগতির। সব মিলিয়ে ২০১৬ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে গত অক্টোবরে আইএমএফের এক পূর্বাভাসে জানানো হয়, আগামী বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩.৬ শতাংশ।
এদিকে বাসস এক খবরে জানিয়েছে, ২০১৫ সাল বছরে অর্থনৈতিকভাবে বাংলাদেশ উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। নতুন বছরকে এখন স্বাগত জানাতে প্রস্তুত। ২০১৪ সালে রাজনৈতিক অস্থিরতার পর দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ায়। টেকসই উন্নয়নকে সামনে রেখে এ বছরে অনেক দূর এগিয়ে গেছে দেশ।
গত ডিসেম্বরে ঢাকা সফরে আসেন বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু। তিনি জানান, আগামী ৩ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৮ শতাংশ। এসময় তিনি এ দেশের উন্নয়ন, সুশাসন ও আর্থিক খাতের গতিশীলতার প্রশংসা করেন।