
চীনের উহান প্রদেশ থেকে উৎপত্তি হয়ে পুরো বিশ্বে ছড়িয়েছে মহামারি করোনাভাইরাস।স্বাভাবিকভাবেই প্রাথমিক পর্যায়ে ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে একটি চীন। তবে খুব দ্রুতই করোনার অভিঘাত মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি, যার প্রমাণ মিলেছে চীনের ইস্পাত শিল্পে। করোনা মহামারীর মধ্যেও ২০২০ সালে চীনের ইতিহাসে প্রথমবারের মতো অপরিশোধিত ইস্পাত উৎপাদন ১০০ কোটি টনের মাইলফলক ছাড়িয়ে গেছে। দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্য দিয়ে চীনা ইস্পাত শিল্পের শক্ত ভিত্তি ও সক্ষমতার প্রমাণ মিলেছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার ও মেটাল বুলেটিন।
বর্তমানে বিশ্বে ইস্পাত উৎপাদনকারী দেশগুলোর তালিকায় চীনের অবস্থান শীর্ষে। শিল্প ধাতুটির মোট বৈশ্বিক উৎপাদনের অর্ধেকের বেশি চীনের কারখানাগুলো জোগান দেয়। দেশটির সরকারি হিসাব অনুযায়ী, ২০২০ সালে চীনের কারখানাগুলোয় সব মিলিয়ে ১০৫ কোটি টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটিতে শিল্প ধাতুটির উৎপাদন বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ। এর মধ্য দিয়ে টানা পাঁচ বছর ধরে চীনের ইস্পাত উৎপাদনে প্রবৃদ্ধি বজায় রয়েছে। চীনের ইতিহাসে এবারই প্রথম শিল্প ধাতুটির উৎপাদন ১০০ কোটি টন ছাড়াল।
সানবিডি/এনজে