২-১ ব্যবধানে বোর্ডার-গাভাস্কার সিরিজ জিতলো ভারত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১৯ ১৪:৪৮:০৪

অষ্ট্রেলিয়ার গ্যাবায় দীর্ঘ ৩২ বছর পর অষ্ট্রেলিয়াকে হারালো ভারত।সিরিজ নির্ধারণী চতুর্থ ও শেষ টেস্টটিতে শেষ মুহূর্তে এসে ৩ উইকেটের রোমাঞ্চকর এক জয় পেয়েছে আজিঙ্কা রাহানের দল। তাতে ২-১ ব্যবধানে বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের করে নিয়েছে তারা।
ভারতের এই সফরে উত্থান-পতনে সাজানো এক সিরিজে শেষটাও হলো রোমাঞ্চ আর উত্তেজনায়। গ্যাবায় চতুর্থ ইনিংসে রাহানের দলের সামনে জয়ের লক্ষ্য ছিল ৩২৮ রানের। চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ৪ রান তুললেও গ্যাবার কঠিন উইকেটে ভারত পঞ্চম দিনে কতটা টিকতে পারবে, সংশয় ছিল।
এর আগে তৃতীয় টেস্টের মতো শেষদিন পুরোটা সময় ব্যাটিং করে কাটিয়ে দিতে পারলেও সেটা বড় এক বীরত্বগাঁথা হতো ভারতের। কিন্তু এবার আর অস্ট্রেলিয়াকে আটকে রাখা নয়, নিজেদের ওপরে রাখার মিশন নিয়েই যেন লড়ছিল সফরকারিরা। গ্যাবার উইকেটে চতুর্থ ইনিংসে ৯৭ ওভার কাটিয়ে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়ে সেই মিশন পূর্ণ করেই ছাড়ল আজিঙ্কা রাহানের দল।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












