বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংকের শীতবস্ত্র প্রদান

প্রকাশ: ২০১৫-১২-৩১ ১৮:০১:৫০


IBBLইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংককে ১০ হাজার কম্বল প্রদান করেছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষে মহাব্যবস্থাপক আ ফ ম আসাদুজ্জামান বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মোশাররফ হোসাইনের নিকট থেকে এ কম্বল গ্রহন করেন।

ব্যাংকের কর্পোরেট সোস্যাল এ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান এ.এইচ.এম. লতিফ উদ্দিন চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবছর শীতার্ত মানুষের জন্য ১ লক্ষ ৫২ হাজার শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে।

ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও শাখাগুলোর মাধ্যমে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে। এর মধ্যে রয়েছে ৫২ হাজার কম্বল, ৭৫ হাজার চাদর এবং শিশুদের জন্য ২৫ হাজার সোয়েটার।

ব্যাংকের সিএসআর কর্মসূচীর আওতায় প্রতি বছর দেশব্যাপি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সানিবডি/ঢাকা/বিজ্ঞপ্তি/এসএস