উৎপাদন কমায় গভীর সংকটে ভারতের চা শিল্প
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২০ ১৪:১৮:১৩

মহামারি করোনাভাইরাসের ছোবলে টালমাটাল পরিস্থিতিতে পড়েছে ভারতের চা শিল্প।মহামারিতে লকডাউনের কারণে শ্রমিক সংকট থেকে ২০২০ সালে দেশটিতে কমেছে চা উৎপাদন। এর বিপরীতে চাহিদা না কমায় ভারতের বাজারে চাঙ্গা হয়ে উঠেছে পানীয় পণ্যটির দাম। মূল্যবৃদ্ধির জের ধরে শ্লথ হয়ে এসেছে রফতানি চাহিদাও। সব মিলিয়ে গভীর সংকটের মুখে পড়েছে রফতানিমুখী এ শিল্প। খাতসংশ্লিষ্টরা বলছেন, চলতি বছর ভারতের চা শিল্পকে বাড়তি দামের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, যা দেশটি থেকে পানীয় পণ্যটির রফতানি কমার পেছনে প্রভাবক হতে পারে। খবর বিজনেস লাইন ও ইকোনমিক টাইমস।
বিদায়ী ২০২০ বছরের ২৪ মার্চ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক ঘোষণায় করোনা সংক্রমণ এড়াতে ভারতজুড়ে লকডাউন শুরু হয়। লকডাউনে দেশটির প্রায় ১৩০ কোটি মানুষ কার্যত ঘরবন্দি হয়ে পড়ে। সংকটে পড়ে চা শিল্প। শ্রমিকরা ঘরবন্দি থাকায় অসংখ্য বাগান ও কারখানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। কমতে থাকে চা উৎপাদন, পরিমাণের হিসাবে যা প্রায় সাড়ে ১৪ কোটি কেজি। অবস্থা এতটাই শোচনীয় হয় যে কলকাতার নিলামের ইতিহাসে প্রথমবারের মতো দার্জিলিং চায়ের সরবরাহ শূন্যে নেমে আসে।
টি বোর্ড অব ইন্ডিয়ার দেয়া তথ্যানুযায়ী, করোনা মহামারী ও লকডাউনের কারণে গত বছর ভারতে চা উৎপাদন ১০ শতাংশ কমে গেছে। দেশটিতে চা উৎপাদনের দুটো কেন্দ্র রয়েছে। আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরাসহ উত্তরাঞ্চল—এ অঞ্চলে সবচেয়ে বেশি চা উৎপাদন হয়। অন্যদিকে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালাসহ দক্ষিণাঞ্চল। করোনায় ভারতের উত্তরাঞ্চলের বাগানগুলোয় চা উৎপাদন ১২ শতাংশ সংকুচিত এসেছে। তবে অভ্যন্তরীণ চাহিদা অপরিবর্তিত থাকায় বাড়তে শুরু করে চায়ের দাম।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













