বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে প্রাথমিক সমাপনী ও এবতেদায়ী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ’র কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফলের কপি হস্তান্তর করেন আগৈলঝাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার।
প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৩ হাজার ১শ’ ৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ১শ’ ২৮ জন। এরমধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৯০ জন। পাশের হার ৯৮.৫২।
মাদ্রাসা বোর্ডে ১শ’ ৮৪ জন পরীক্ষার্থী শতভাগ পাশ করেছে। জিপিএ- ৫ পেয়েছে ২ জন। ফলাফল হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, সহ-প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুনিরুল হক সহ উপজেলার ৯৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।