৭০ হাজার ভূমিহীনকে প্রধানমন্ত্রীর ঘর উপহার: শনিবার উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২০ ১৮:২১:৪১
আগামী শনিবার (২৩ জানুয়ারি) ৬৯ হাজার ৯০৪ জন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশব্যাপী বিভিন্ন জেলা-উপজেলায় ভূমি ও গৃহহীনদের মাঝে সেগুলো বিতরণ করা হবে।
চলমান‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেওয়ার কার্যক্রম নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় এ গৃহপ্রদান কর্মসূচির উদ্বোধন হবে। প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ থেকেই সারাদেশে এ কর্মসূচি চলমান রয়েছে।
ওইদিন প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সকাল ১০টা ৩০মিনিটে জমি ও গৃহপ্রদান কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানটি দেশব্যাপী প্রচারের বিভিন্ন বিষয় নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসের সভাপতিত্বে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে (২য় তলা) এই ব্রিফিংয়ে কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হবে।
সানবিডি/এনজে