স্বাগতম ২০১৬ খ্রিস্টাব্দ

আপডেট: ২০১৬-০১-০১ ০০:১৮:৫০


12476340_949411191838060_1545435421_n

আজ ইংরেজি নতুন বছরের প্রথম দিন। শুভ নববর্ষ। বিদায় ২০১৫, স্বাগত ২০১৬ খ্রিস্টাব্দ। গেল বছরের বহু ঘটনার সাক্ষী হয়ে রাত ১২টা ০১মিনিটের সাথে সাথে স্মৃতি হয়ে গেল ইংরেজি ২০১৫ সাল। নতুনকে স্বাগত জানাতে মানুষের উদ্দীপনা সবসময়। নতুনের মধ্যে নিহিত সম্ভাবনা। সেই সম্ভাবনা বাস্তবে রূপ নেয় নিকট অতীত অথবা সুদূর অতীত থেকে নেয়া শিক্ষা থেকে। তাই নতুন সম্ভাবনাকে বাস্তবে রূপায়ন করার সুযোগ করে দিতে এল নতুন বছর।

নতুনকে আবাহনের তাগিদে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে ব্যাপক উচ্ছ্বাসের সাথে বিশ্ববাসী স্বাগত জানিয়েছে নববর্ষকে। ২০১৬ সালকে বরণ করে নিতে বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই নানা আয়োজন করা হয়েছে। গেল বছরের শেষ কয়েক মাসের কিছু ঘটনার কারণে থার্টি ফাস্ট নাইট উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী, অভিজাত এলাকার রাস্তা। মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি। কোথাও কোথাও কয়েক স্তরের এ নিরাপত্তা ব্যবস্থা ও বর্ষবরণ উদযাপনে বিধি-নিষেধের কারণে উৎসবে কিছুটা ভাটাও পড়েছে।

খোলামেলা অনুষ্ঠানে রয়েছে নিষেধাজ্ঞা। ফলে সবাইকে ইনডোর আয়োজন করতে হয়েছে।