
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের শীর্ষ ভোক্তা দেশ চীন, যার সিংহভাগ আমদানির মাধ্যমে পূরণ করে দেশটি। স্বাভাবিকভাবে চীনের জ্বালানি বাজারে প্রভাব পোক্ত করতে জ্বালানি পণ্যটির রফতানিকারকরা মুখিয়ে থাকেন। এ বাজারে শীর্ষ অংশীদার হতে রাশিয়া ও সৌদি আরবের মধ্যেও তুমুল দ্বৈরথ বিদ্যমান। তবে গত বছর এ দ্বৈরথে রাশিয়াকে পেছনে ফেলে এগিয়ে গেছে সৌদি আরব। ২০২০ সালে চীনের বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের শীর্ষ রফতানিকারক হিসেবে উঠে এসেছে সৌদি আরবের নাম। খবর রয়টার্স ও ইকোনমিক টাইমস।
বিদায়ী ২০২০ বছরে মহামারি করোনার কারণে চীনা অর্থনীতি অনেকটাই শ্লথ হয়ে এসেছিল।ওই সময়ে লকডাউনের কারণে উৎপাদন ও পরিবহন খাত বন্ধ কিংবা সীমিত থাকায় কমেছিল জ্বালানি তেলের চাহিদা। তবে এ পরিস্থিতি দ্রুতই কাটিয়ে উঠেছে চীন। বছর শেষের আগেই অর্থনীতির গতি ফেরানোর পাশাপাশি জ্বালানি তেলের চাহিদা বাড়িয়েছে দেশটি। এ ধারাবাহিকতায় ২০২০ সালে রেকর্ড পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে চীন। আন্তর্জাতিক বাজারে তুলনামূলক কম দাম চীনকে জ্বালানি পণ্যটির আমদানি বাড়াতে উৎসাহ জুগিয়েছে।
সানবিডি/এনজে