শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
নানা আয়োজেনে দেশে দেশে ইংরেজি বর্ষ
প্রকাশিত - জানুয়ারী ১, ২০১৬ ১০:৫৮ এএম
গত হয়ে গেল আরও একটি ইংরেজি বর্ষ। ২০১৫ সালকে বিদায় জানিয়ে এসছে নতুন সাল ২০১৬। আতশবাজির গগণবিদারী আওয়াজ আর আলোর ঝলকানির মধ্য দিয়ে বিশ্ববাসী স্বাগত জানিয়েছে ইংরেজি নতুন এই বর্ষকে।
ভৌগোলিক অবস্থানগত কারণে বর্ষ বরণ শরু হয় নিউজিল্যাণ্ডে। ঘড়ির কাটায় ১২টা ১ মিনিটে বর্ষবরণ দেশটির অকল্যান্ড শহরের স্কাই টাওয়ারের পাশে জনগণ কাউন্ট ডাউনের মাধ্যমে বিদায় জানায় ২০১৫ সালকে। স্বাগত জানায় ২০১৬ সালকে। এখানে আয়োজন করা হয় লেজার শো এবং দৃষ্টিনন্দন আতশবাজির।এতে প্রায় ২৫ হাজার মানুষ সমবেত হয়।
নিউজিল্যাণ্ডের পর অস্ট্রেলিয়ায় শুরু হয় নববর্ষ উদ্যাপন। অস্ট্রেলিয়ার সিডনি হারবারে শুরু হয় দৃষ্টিনন্দন আতশবাজি। দেশটির মূল অনুষ্ঠানে ১০ লাখের মতো মানুষ সববেত হয় বলে জানিয়েছে আয়োজকরা।
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায় এশিয়ার হংকং, সিঙ্গাপুর, বেইজিংসহ বিশ্বের বিভিন্ন শহরে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ করা হয়। মিসরে পিরামিডের কাছে উৎসবের আয়োজন করা হয়। এর লক্ষ্য হল বিধ্বস্ত পর্যটন শিল্পকে পুনরুদ্ধার করা।
জার্মানির বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেটে ১০ লাখ মানুষ সমবেত হয়ে কাউন্ট ডাউনে অংশ নেয়। নিরাপত্তা ঝুঁকি মাথায় নিয়েও ইউরোপের বিভিন্ন দেশ বর্ষবরণে নানা আয়োজন করে কঠোর নিরাপত্তার মধ্যে। নিউইয়র্কের টাইমস স্কয়ারে নতুন বছরকে স্বাগত জানাতে ১০ লক্ষাধিক মানুষ সমবেত হয় বলে জানা গেছে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.