

রাজধানীর মিরপুরে জেএসসি পরীক্ষার্থীকে (১৪) বাসায় ডেকে নিয়ে ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণ করেছে তার গৃহশিক্ষক। ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ অভিযোগে পুলিশ গৃহশিক্ষক ও তার বন্ধুকে গ্রেফতার করেছে।
ছাত্রী জানায়, সে মিরপুরের তালতলা মহিলা স্কুল অ্যান্ড কলেজের অস্টম শ্রেণীর ছাত্রী এবং এবার জেএসসি পরীক্ষা দিয়েছিল। সে মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র আলআমিন ওরফে রাজুর কাছে প্রাইভেট পড়ত। বুধবার রাজু নতুন শিক্ষক শাহীনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার কথা বলে পীরেরবাগের একটি বাসায় ডেকে নেয়। ছাত্রীকে দক্ষিণ পীরেরবাগে ওই বাড়ির পাঁচতলার ফ্লাটে নিয়ে ধর্ষণ করে এবং শাহীন সেটার ভিডিও ধারণ করে।