প্রশাসনে উচ্চপর্যায়ে ৩৬ কর্মকর্তার দফতর বদল
প্রকাশ: ২০১৬-০১-০১ ১১:৪০:১৩

প্রশাসনে উচ্চপর্যায়ে ৩৬ কর্মকর্তার দফতর বদল হয়েছে। এর মধ্যে ১২ অতিরিক্ত সচিব ও ২৪ জন যুগ্মসচিব রয়েছেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা আদেশ জারি করা হয়। এক আদেশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হযরত আলীকে বাংলাদেশ পাট কর্পোরেশনের চেয়ারম্যান পদে, প্রবাসী কল্যাণ ব্যাংকের ডিএমডি গাজী মোহাম্মদ জুলহাসকে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের মহাপরিচালক পদে, রফতানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক বেগম মাফরুহা সুলতানাকে রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান পদে, ওএসডি অতিরিক্ত সচিব রৌনক জাহানকে নিপোর্টের মহাপরিচালক পদে, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফরোজা খানকে আমদানি ও রফতানি নিয়ন্ত্রক কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক পদে, নিপোর্টের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেনকে পরিবার-পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক পদে, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বোসকে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক পদে, ওএসডি কর্মকর্তা ড. নূরন্নবী মৃধাকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে বদলি করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জিন্নাতুল হক, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী, সংস্কৃতি মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মাহবুবা মশকুর এবং বিপিএটিসিতে বদলির আদেশাধীন ড. কাজী লিয়াকত আলীকে ওএসডি করা হয়েছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












