জয়পুরহাটে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০১-২৩ ১৩:১৩:২৫

মুজিববর্ষ উপলক্ষে জয়পুরহাটে হয়ে গেলো বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার বিকেলে জেলার পাঁচবিবি উপজেলার নন্দী গ্রাম মাঠে যুবসমাজের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
গত ১৬ ডিসেম্বর থেকে ১৬টি দলের অংশগ্রহনে এ খেলাটি শুরু হয়। শুক্রবার বিকেলে ফাইনাল খেলায় জয়পুরহাট আমিরপুর গোল্ডকাপ ফুটবল একাদশকে ৪-৫ গোলে পরাজিত করে গাইবান্ধা মহিমাগঞ্জ ফুটবল একাদশ।

খেলায় বিজয়ীদের মাঝে একটি গরু ও একটি ছাগল পুরস্কার হিসেবে তুলে দেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আ. বকর সিদ্দিক মন্ডল, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান,পাঁচবিবি থানার উপ-পরিদর্শক আহম্মদ আলী প্রমুখ।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













