

উত্তরার আধুনিক হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন আছেন চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন।
বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সহ-সভাপতি সোহানুর রহমান সোহান জানান।
শহীদুল ইসলাম অনেকদিন থেকে মুখগহ্বরে ‘মটর নিউরো ডিজিস’ (এএলএস)-এ আক্রান্ত ছিলেন। গত ১০ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রের বেলভিউ হাসপাতালে যান।সেখানকার চিকিৎসকরা জানান, এই রোগের কোন চিকিৎসা নেই। এরপর তিনি দেশে ফিরে আসেন।‘রক্তের বন্দী’ চলচ্চিত্রের মাধ্যমে খোকন তার পরিচালনার অধ্যায় শুরু করেন। কিন্তু ছবিটি কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। তার পরিচালিত দ্বিতীয় ছবিটিও ব্যর্থ হয়।
এরপর সোহেল রানার ছোট ভাই রুবেলকে নিয়ে খোকন তৈরী করেন ‘লড়াকু’। এ ছবিটির মাধ্যমেই বাজিমাত করেন খোকন। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে।তার পরিচালনায় আরও কয়েকটি উল্লেখযোগ্য ছবির মধ্য রয়েছে, ‘পালাবি কোথায়য়’, ‘লাল সবুজ’, ‘ম্যাডাম ফুলি’ ইত্যাদি।