

বছরের প্রথম দিনে নতুন বই নিতে বেশ আনন্দে বাড়ি থেকে স্কুল যাচ্ছিল সোহায়া হিয়া। কিন্তু একটি নসিমন কেড়ে নেয় তার স্বপ্ন। শুধু বই পড়ার স্বপ্নই নয় ঘাতক নসিমনটি কেড়ে নেয় তার জীবন প্রদীপও।শুক্রবার সকাল ১০টার দিকে শরীয়তপুরের ডামুরদা ছাতিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহানা উপজেলার ছাতিয়ানি গ্রামের শাহিন সরদারের মেয়ে। সে ডামুরদা ছাতিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।ওই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জানান, সকালে নতুন বই নেওয়ার জন্য সোহানা স্কুলে আসছিল। পথে স্কুল সংলগ্ন সড়ক পার হওয়ার সময় একটি নসিমন চাপা দিলে সে গুরুতর আহত হয়।স্কুলের শিক্ষক ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই সোহানার মৃত্যু হয়।