খালেদার ‘বিভ্রান্ত রাজনীতির’ কারণে বিএনপির সমর্থন ও ভোট দিন দিন ‘কমেছে’ মন্তব্য করে তাকে ‘দেশের বৃহত্তর স্বার্থে’ স্থিতিশীলতা বজায় রেখে ‘গণতান্ত্রিক ও সহনশীলতার’ ধারায় ফেরার আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা।“এতে সমর্থনও বাড়বে, ক্ষমতাও আসবে। সুস্থ রাজনীতিতে ফিরে এলে আপনারা সরকার ও প্রশাসনের সমস্ত সহায়তা পাবেন।”
গত বুধবার দেশের ২৩৪ পৌরসভায় প্রথমবারের মতো দলীয় মনোনয়ন ও মার্কায় যে নির্বাচন হয়েছে, তাতে সাতবছর পর মুখোমুখি লড়াইয়ে নামেন নৌকা ও ধানের শীষের প্রার্থীরা।
বেসরকারিভাবে প্রকাশিত ২২৭টি মেয়র পদের ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীক জিতেছে ১৭৭টিতে; আর বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে ২২টিতে জয় পেয়েছেন।এই নির্বাচনে খালেদা একা নন, তার ধানের শীষেরও ‘পরাজয় ঘটেছে’ বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত।