ভারতের বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৩
আপডেট: ২০১৬-০১-০২ ১৪:৪৫:০৫
ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমানঘাঁটিতে আজ শনিবার ভোররাত ৪টার দিকে এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে বিমানবাহিনীর এক সদস্যসহ ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাঠানকোট বিমানঘাঁটির পাশের একটি ভবন থেকে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। সেনাবাহিনীর পোশাক পরিহিত ছিল তারা। সন্ত্রাসী হামলায় বিমানবাহিনীর এক সদস্য নিহত হয়। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশের গুলিতে হামলাকারীদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, বিমানঘাঁটিতে ওই হামলায় আনুমানিক ৪ থেকে ৫ জন সন্ত্রাসী অংশ নিয়েছিল। তাদের ঠেকাতে ওই ঘাঁটির চারপাশ ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা। ঘটনাস্থলে সেনাবাহিনীকে তলব করা হয়েছে।
অমৃতসর বর্ডার রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) কুনওয়ার বিজয় প্রতাপ সিংয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, সন্ত্রাসীদের দমনে অভিযানের সময় পুলিশের গুলিতে দুজন নিহত হয়। এখনও অভিযান চলছে।