
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন রোচার অবদানে তিন ম্যাচে দুই জয় পেলো চট্টগ্রাম আবাহনীর। এই ব্রাজিলিয়ানের কাঁধে চড়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়রথে উঠেছে চট্টগ্রামের দলটি।
শেখ জামালের কাছে হার দিয়ে শুরু। তারপর দুই ম্যাচে জয় আরামবাগ ও সর্বশেষ সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। রোববার সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয়টি মারুফুল হকের দলের জন্য গুরুত্বপূর্ণ।
সাইফও কম শক্তিশালী নয়। ফেডারেশন কাপের ফাইনাল খেলার দলটির কাছে সেমিফাইনালে হেরেছিল চট্টগ্রাম আবাহনী। সেই হারের প্রতিশোধ ও জয়ের ধারায় থাকা-এক ঢিলে দুই পাখি মারলেন মারুফুল হক।
২৪ মিনিটে রাকিব হোসেনের পাস থেকে গোল কওে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান নিক্সন। ওই গোলটি ধরে রেখে লিগে দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টলার দলটি।
তিন ম্যাচে চট্টগ্রাম আবাহনীর ঝুলিতে ৬ পয়েন্ট। সমান ম্যাচে চার পয়েন্ট ফেডারেশন কাপ রানার্সআপ সাইফ স্পোর্টিংয়ের।
ফেডারেশন কাপে দারুণ পারফরম্যান্স দেখানো দলটি লিগের প্রথম তিন ম্যাচেই হারিয়েছে ৫ পয়েন্ট। রহমতগঞ্জের বিপক্ষে ড্রয়ের পর কুমিল্লায় দারুণ জয় মোহামেডানের বিপক্ষে। কিন্তু জয়ের ধারায় থাকতে পারেনি তারা।