যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
প্রকাশ: ২০১৬-০১-০২ ১০:০১:৪৫

জেলার ত্রিশাল পৌরসভার গোহাটা এলাকায় পারভেজ (২৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, শুক্রবার রাতে পারভেজ কয়েকজন বন্ধুদের সঙ্গে ত্রিশাল বাজার থেকে নিজ বাড়ি চরপাড়ায় যাচ্ছিলেন। এ সময় তিনি গো-হাটা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয় তার।
ত্রিশাল উপজেলা যুবলীগের সভাপতি ও আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন নিয়ে পরাজিত প্রার্থী জাহিদুল ইসলাম জুয়েল সরকার জানান, তার দলের বিদ্রোহী প্রার্থী ও মেয়র পদে জয় পাওয়া এবিএম আনিসুজ্জামানের ভাতিজা বাবু ও তার লোকজন পারভেজকে খুন করেছে।
এদিকে, মেয়র এবিএম আনিছুজ্জামান জানান, নিহত পারভেজ ধানের শীষের প্রার্থী আমিনুল ইসলাম আমিনের পক্ষে নির্বাচন করেছেন।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













