নির্বাসন কাটিয়ে জাতীয় দলে ফিরলেন আমের

প্রকাশ: ২০১৬-০১-০২ ১০:১৯:১৬


amer-655x360স্পট-ফিক্সিংয়ে নির্বাসন কাটিয়ে জাতীয় দলে ফিরলেন পাক পেসার মহম্মদ আমের৷ আসন্ন নিউজিল্যান্ড সফরে ওয়ান ডে ও টি-২০ দলে সুযোগ পেলেন বিতর্কিত বাঁ-হাতি পেসার৷

‘লর্ডস গেট’ কাণ্ডে পাঁচ বছরের নির্বাসন কাটিয়ে মাস চারেক আগে বাইশ গজে ফিরেছেন আমের৷ কিন্তু বছর পঁচিশের প্রতিশ্রুতিময় বাঁ-হাতি পেসারকে জাতীয় দলে ফেরানো নিয়ে কম জলঘোলা হয়নি৷ জাতীয় দলে আমেরকে ফেরানো নিয়ে নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন পাক ওয়ান ডে দলের অধিনায়ক আজহার আলি৷ শেষ পর্যন্ত পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের মধ্যস্থতা পদত্যাগ প্রত্যাহার করে নেন আলি৷ টি-২০ দলকে নেতৃত্ব দেবেন শাহিদ আফ্রিদি৷

২০১৬ প্রথম দিনেই পুনর্জম্ম হল আমেরের৷ শুক্রবার নিউজিল্যান্ড সফরের ওয়ান ডে ও টি-২০ দলে আমেরকে রাখলেন পাক নির্বাচকরা৷ ২০১০-এ লর্ডস টেস্ট স্পট-ফিক্সিং কাণ্ডের পর ফের পাকিস্তানের জার্সিতে খেলতে দেখা যাবে বাঁ-হাতি পেসারকে৷ জানুয়ারিতে নিউজিল্যান্ডে তিনটি ওয়ান ডে এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান৷