উত্তরবঙ্গে ১ কোটি কেজির বেশি চা উৎপাদনের রেকর্ড
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-২৫ ১৪:৩৬:০০

দেশের সমতল এলাকায় ক্রমান্বয়ে চা উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।এ ধারাবাহিকতায় বিদায়ী ২০২০ বছরে দেশের সকল বাগান মিলিয়ে ৮ কোটি ৬৩ লাখ ৯০ হাজার টন চা উৎপাদন হয়েছে। এর মধ্যে পঞ্চগড়-ঠাকুরগাঁওসহ উত্তরবঙ্গের পাঁচ জেলার সমতল ভূমিতে উৎপাদন হয়েছে ১ কোটি ৩ লাখ কেজি চা, যা পানীয় পণ্যটির মোট জাতীয় উৎপাদনের প্রায় ১২ শতাংশ। এর মধ্য দিয়ে দেশে সবচেয়ে বেশি চা উৎপাদনকারী অঞ্চলগুলোর মধ্যে সিলেটের পর দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে এসেছে উত্তরবঙ্গ।
এ ব্যাপারে পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও নর্দান বাংলাদেশ প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ শামীম আল মামুন জানান, উত্তরবঙ্গের পাঁচ জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর ও নীলফামারীতে ১০টি নিবন্ধিত ও ১৭টি অনিবন্ধিত চা বাগান রয়েছে। এছাড়া এসব জেলায় রয়েছে ৭ হাজার ৩১০টি ক্ষুদ্রায়তন চা বাগান। এর মধ্যে নিবন্ধন রয়েছে ১ হাজার ৫১০টির। বিদায়ী বছরে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে এসব বাগানের ১০ হাজার ১৭০ দশমিক ৫৭ একর জমিতে চা চাষ হয়েছে। উত্তোলন হয়েছে ৫ কোটি ১২ লাখ ৮৩ হাজার ৩৮৬ কেজি সবুজ চা পাতা।
তিনি আরো বলেন, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় ১৮টি চা কারখানা চালু রয়েছে। বিদায়ী বছরে এসব কারখানায় স্থানীয়ভাবে উৎপাদিত পাতা থেকে সব মিলিয়ে ১ কোটি ৩ লাখ কেজি চা উৎপাদন হয়েছে। আগের বছরের তুলনায় ২০২০ সালে উত্তরবঙ্গে চা উৎপাদন বেড়েছে ৭ লাখ ১১ হাজার কেজি। এর মধ্য দিয়ে গত বছর জাতীয় চা উৎপাদনের ১১ দশমিক ৯২ শতাংশ জোগান দিয়েছে উত্তরের সমতল ভূমি, যা সিলেট অঞ্চলের পর দ্বিতীয় সর্বোচ্চ।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













