কুষ্টিয়া মডেল থানার এসআই ওবাইদুর রহমান সাংবাদিকদের জানান, শনিবার সকালে বালিয়াপাড়া-আলামপুর স্কুল অ্যান্ড কলেজের পেছন গেটের সামনে প্লাস্টিকের ব্যাগ থেকে ফিরোজের মাথা এবং প্রায় আড়াই কিলোমিটার দূরের বাবলাতলা মাঠ থেকে দেহ উদ্ধার করা হয়।
দেহ ও মাথা একসঙ্গে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত ফিরোজের নামে কুষ্টিয়া মডেল থানা, কুমারখালী ও মিরপুর থানায় মামলা রয়েছে বলে এসআই ওবাইদুর জানান।
অন্যদিকে পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, নিহতের মুখের সাথে লাগানো চিরকুটে একটি মোবাইল নম্বর পাওয়া গেছে।তদন্তের স্বর্থে নম্বরটি গোপন রাখা হয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, হত্যাকারীদের খুব শিগগিরই গ্রেপ্তার করা যাবে বলে মনে করা হচ্ছে।