ময়মনসিংহে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
প্রকাশ: ২০১৬-০১-০২ ১৪:২৭:৩৮

ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় যুবলীগ কর্মী পারভেজকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টার দিকে পৌরসভার গো-হাটা এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।পারভেজ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য বলে জানা গেছে।
জানা গেছে, রাতে পারভেজ পৌর এলাকার নিজ বাসায় ফিরছিলেন। রাত ১০টার দিকে গো-হাটা এলাকায় পৌঁছার পর একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল অভিযোগ করে বলেন, পারভেজ তার কার্যালয়ে মিটিং শেষ করে বাসায় ফিরছিলেন। আনিস গ্রুপের সন্ত্রাসীরাই তাকে কুপিয়ে হত্যা করেছে। এটি নির্বাচনী সহিংসতা।
এ ব্যাপারে পৌর মেয়র এবিএম আনিসুজ্জামান আনিসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













