কোটি টন ছাড়াতে পারে ভারতের নন-বাসমতি চাল রফতানি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২৬ ১২:১৫:১৭


বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা পরিস্থিতিতে ফুলেফেঁপে উঠতে শুরু করেছে ভারতের চাল রফতানি খাত।বৈশ্বিক বাজারে বাড়তি চাহিদা ভারতীয় চাল রফতানি বাজারকে ক্রমেই চাঙ্গা করে তুলছে। এ ধারাবাহিকতায় ২০২০-২১ মৌসুমে ভারত থেকে শুধু নন-বাসমতী চাল রফতানি এক কোটি টন ছাড়িয়ে যেতে পারে। অল ইন্ডিয়া রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (এআইআরইএ) এ সম্ভাবনার কথা জানিয়েছে। খবর ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ও বিজনেস স্ট্যান্ডার্ড।

বর্তমানে বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশ হচ্ছে ভারত। দেশটি প্রতি মৌসুমে দেশটি আন্তর্জাতিক বাজারে ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৩০ লাখ টন চাল রফতানি করে। এর মধ্যে বাসমতী ও নন-বাসমতী দুই ধরনের চাল রয়েছে। এআইআরইএর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭-১৮ মৌসুমে ভারত থেকে সব মিলিয়ে ৮০ লাখ টন নন-বাসমতী চাল রফতানি হয়েছিল। দেশটির ইতিহাসে এটাই এক মৌসুমে সবচেয়ে বেশি নন-বাসমতী চাল রফতানির রেকর্ড। পরের ২০১৯-২০ মৌসুমে ভারত থেকে আন্তর্জাতিক বাজারে নন-বাসমতী চাল রফতানির পরিমাণ ৫০ লাখ ৪০ হাজার টনে নেমে আসে।

সানবিডি/এনজে