আফ্রিকার নিলামে সস্তায় চা বিক্রি করছে উগান্ডা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২৬ ১৪:২১:৪৪

আফ্রিকার চায়ের আঞ্চলিক নিলাম কেন্দ্র কেনিয়ায়।মোম্বাসা অকশন নামে এ কেন্দ্র বিশ্বে পরিচিত। পূর্ব আফ্রিকার দেশগুলো থেকে এ কেন্দ্রে সরবরাহ করা চা আন্তর্জাতিক নিলাম প্রক্রিয়ার মধ্য দিয়ে বিশ্বে ছড়িয়ে পড়ে। মোম্বাসা নিলামে এ অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় উগান্ডা থেকে সরবরাহ করা চায়ের দাম তুলনামূলক কম রয়েছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, বাড়তি উৎপাদনের বিপরীতে রফতানিতে শ্লথতা আঞ্চলিক নিলাম কেন্দ্রে উগান্ডার চায়ের দাম কমিয়ে রেখেছে। খবর অলআফ্রিকাডটকম।
চলতি জানুয়ারি মাসের মাসের মাঝামাঝি সময়ে মোম্বাসার নিলামে উগান্ডা থেকে সরবরাহ করা প্রতি কেজি চা ১ দশমিক ৩ ডলার বা ৪ হাজার ৮১০ উগান্ডান শিলিংয়ে বিক্রি হয়েছে। এ সময় কেনিয়ার চা বিক্রি হয়েছে কেজিপ্রতি ২ দশমিক ৩৮ ডলার বা ৮ হাজার ৮০৬ শিলিংয়ে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













