সাফের ১২তম আসর বাংলাদেশে
আপডেট: ২০১৬-০১-০২ ১৬:১৯:২০

টানা তিন বার সাফ থেকে খালি হাতে ফিরেছে বাংলাদেশ। এবার নিজেদের দেশে এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।কাল কেরালায় সাফ সদস্য দেশগুলোর সভায় নিজেদের আগ্রহ জানাবে বাফুফে। অন্য দেশগুলোর সম্মতি মিললে মাঠে বসে আরেকবার সাফ ফুটবল দেখতে পাবে দেশের মানুষ।
এর আগে দুইবার সাফ আয়োজন করেছে বাংলাদেশ। প্রথমবার ২০০৩ সালে। সেবার চ্যাম্পিয়ন হয় লাল-সবুজরা। ২০০৯ সালে বিদায় নেয় সেমিফাইনাল থেকে। এরপর সর্বশেষ তিন আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বেঙ্গল টাইগাররা।১১তম আসরে আফগানিস্তানের বিপক্ষে ৪ গোল হজম করার পর মালদ্বীপের বিপক্ষে মামুনুলরা হেরে যায় ৩-১ গোলে। শেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারালেও স্বপ্ন ভেঙে যায় প্রথম দুই ম্যাচে।
সূত্র জানায়, সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালের মাধ্যমে সাফ কমিটির কাছে আবেদন জানাবে বাফুফে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












