পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বল্প সুদে ঋণ দিতে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই জন্য রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী একমাত্র প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকার (১ বিলিয়ন ডলার) বন্ড ইস্যু করবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এই বন্ডে বিনিয়োগ করবে সুইজারল্যান্ডের একটি ব্যাংক এই বন্ডে বিনিয়োগ করবে। বন্ডের আকার, ধরণ, মেয়াদ কী হবে এই নিয়ে আজকে (মঙ্গলবার) একটি বৈঠক হয়েছে বিএসইসিতে। বৈঠকে উপস্থিত ছিলেন, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ ও আইসিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে সুইজারল্যান্ডের কোন ব্যাংক এই বন্ডে বিনিয়োগ করবে তা এখোনই বলতে রাজি নয় সংশ্লিষ্টরা।
বৈঠক সূত্র মতে, বন্ডের এই টাকা দিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলোকে স্বল্প সুদে ঋণ দিবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এই ঋণের সুদের পরিমাণ হতে পারে ৭ থেকে ৮ শতাংশ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ-শেয়ারবাজারের খবরা-খবর