

'দেশে এখন গণতন্ত্র নেই, এমনকি স্বৈরশাসনও নেই; দেশে এখন রাজতন্ত্র কায়েম হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়া বলেন, সরকার বলছে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। ঢাকায় কিছু বড় ফ্লাইওভার ছাড়া দেশে কোনো উন্নয়ন দেখা যাচ্ছে না। সরকার বড় বড় প্রকল্প হাতে নিয়েছে। যাতে বেশি কমিশন পাওয়া যায়। কিন্তু গ্রাম এলাকায় কোনোই উন্নয়ন করছে না। গ্রামের মানুষ ঢাকাসহ শহরগুলোতে ছুটে আসছে।
খালেদা জিয়া বলেন, পুরনির্বাচনে চুরি, ডাকাতি, ছিনতাই করে ক্ষমতাসীনরা ফল তাদের পক্ষে নিয়েছে। এই নির্বাচন আমরা প্রত্যাখান করেছি। এই নির্বাচন আমরা মানি না, অন্য কোনো দলও মানেনি। শুধু যারা ফল ছিনতাই করে বিজয়ী হয়েছে তারা মেনেছে। তারা উৎফুল্ল হয়েছে। কিন্তু এটা বেশিদিন টিকবে না। এটা তারাও জানে। শুধু শুধু মানুষকে কষ্ট দিয়েছে।
পৌর নির্বাচনে সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে 'দলীয় কর্মীর মতো ব্যবহার করেছে' বলে অভিযোগ করেন তিনি। প্রাক্তন এই প্রধানমন্ত্রী বলেন, তাদের (আইন-শৃঙ্খলা বাহিনী) চাকরি যাওয়া ও অমুক তমুকের ভয় দেখিয়ে এই কাজে বাধ্য করা হয়েছে। বিএনপি বার বার সেনা মোতায়েনের দাবি জানালেও ইসি বলেছে সে পরিবেশ তৈরি হয়নি।
খালেদা জিয়া বলেন, 'খুব শিগগিরই দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এ সরকারের বিদায় হবে। কোনো সরকারেরই স্থায়ীভাবে ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই। এ সরকারও চিরদিন ক্ষমতায় থাকতে পারবে না।