মহামারিতে ৪ শতাংশ চা উৎপাদন কমেছে নীলগিরিতে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২৭ ১৩:০০:৫৩

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ও লকডাউনের ধাক্কায় দক্ষিণ ভারতের নীলগিরিতে চা উৎপাদনে রীতিমতো ধস নেমেছে। বিদায়ী ২০২০ বছরে এ জেলায় পানীয় পণ্যটির উৎপাদন আগের বছরের তুলনায় প্রায় ৪ শতাংশ কমে এসেছে। টি বোর্ড অব ইন্ডিয়ার সাম্প্রতিক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস লাইন।
দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের পাহাড়ি জেলা নীলগিরি। চা উৎপাদন ও বিপণনের জন্য এ জেলার খ্যাতি রয়েছে। দক্ষিণ ভারতের জেলাগুলোর মধ্যে এখানেই সবচেয়ে বেশি চা উৎপাদন হয়।
এ বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, ২০২০ সালে নীলিগিরিতে সব মিলিয়ে ১ কোটি ৩০ লাখ ৮০ হাজার কেজি চা উৎপাদন হয়েছে। এক বছরের ব্যবধানে এ জেলায় পানীয় পণ্যটির উৎপাদন কমেছে ৩ দশমিক ৭৫ শতাংশ।
২০১৯ সালে নীলিগিরিতে সব মিলিয়ে ১ কোটি ৩৫ লাখ ৯০ হাজার কেজি চা উৎপাদন হয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাহাড়ি এ জেলায় পানীয় পণ্যটির উৎপাদন কমেছে ৫ লাখ ১০ হাজার কেজি।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













