দাবি না মানলে ১১ জানুয়ারিতে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ
আপডেট: ২০১৬-০১-০২ ১৫:৪৭:২৬

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি দাওয়া মেনে নেয়া না হলে ১১ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়গুলো কমপ্লিট শার্টডাউন হয়ে যাবে বলে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে সভায় উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নব নির্বাচিত সভাপতি অধ্যাপক ড.কাজী সাইফুদ্দিন সানবিডি২৪.কমকে তথ্যটি নিশ্চিত করেন।
শনিবার তিনি সানবিডির প্রতিবেদকের সাথে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আর এই সিন্ধান্ত বাস্তবায়নের জন্য নতুন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের কোনো সভার প্রয়োজন হবে না। এর পূর্বে ৩ তারিখ বিশ্ববিদ্যালয় শিক্ষকরা কালো ব্যাচ ধারণ করবে, ৭ তারিখ ক্যাম্পাসে ১১ থেকে ১ টা বিক্ষোভ মিছিল করবে।
বেতন কাঠামো সংশোধন না করে এ সময়ের মধ্য আলোচনা করতে আসলেও আলোচনা বসবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা। সেই সঙ্গে, অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র জারির সঙ্গে জড়িতদের বিচারের কমিটি গঠন করারও দাবি জানান বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশেনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এএসএম মাকসুদ কামাল বলেন, যতদিন দাবি আদায় না হবে, ততদিন পর্যন্ত তাঁদের কর্মবিরতি চলবে। এর মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো আলোচনার আহ্বান এলে শিক্ষক নেতারা আলোচনায় বসবেন। কিন্তু প্রজ্ঞাপনের মাধ্যমে যতদিন না দাবি মেনে নেওয়া হবে, ততদিন কর্মবিরতি প্রত্যাহার করা হবে না।
কর্মসূচিতে রয়েছে:
৩ জানুয়ারি : সব শিক্ষক কালো ব্যাজ ধারণ করে শেণিকক্ষে প্রবেশ করবেন।
৭ জানুয়ারি : সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ে অবস্থান ধর্মঘট
১১ জানুয়ারি : অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি। এসময় সান্ধকালীন কোর্সগুলোও বন্ধ থাকবে।
এ সময় ফিংয়ে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রতিনিধিরা ও সংগঠনের সাধারণ সম্পাদক ড. এ এস এম মাকসুদ কামালসহ অন্যান্য শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













