শীতকালীন ছুটি শেষে জবি খুলছে কাল
প্রকাশ: ২০১৬-০১-০২ ১৫:৫০:০৯

শীতকালীন ছুটি,পবিএ ঈদ-ই-মিলানুন্নবী ও যীশুখ্রিস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে দীর্ঘ ১৭ দিন ছুটি শেষে জগন্নাথবিশ্ববিদ্যালয় খুলছে রোববার (৩ জানুয়ারি)।
শনিবার (০২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল ৩ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা, প্রশাসনিক ও বিভাগীয় দফতরসমূহ যথারীতি খুলবে।
উল্লেখ্য জগন্নাথ বিশ্ববাদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের সকল ইউনিটের ২য় ৩য় ও কোটার ভর্তি আগামীকাল ৩ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত চলবে।
সানবিডি/ঢাকা/ইসমাইল/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












