লোহাগড়ায় সন্ত্রাসী হামলায় নিহত আওয়ামীলীগ নেতার হত্যাকারিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ
প্রকাশ: ২০১৬-০১-০২ ১৭:৫৬:১১

নড়াইলের লোহাগড়ায় সন্ত্রাসী হামলায় নিহত আওয়ামীলীগ নেতা ও অবসর প্রাপ্ত সেনা সদস্য বাচ্চু মোল্যার (৪৯) হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জয়পুরসহ কয়েক গ্রামবাসী, সাধারণ মানুষ ও দলীয় নেতা কর্মীরা এ মিছিল সমাবেশ করে। নিহত বাচ্চু মোল্যা জয়পুর গ্রামের আব্দুল আজিজ মোল্যার ছেলে। নিহত বাচ্চু ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ছিলেন।
সূত্র জানায়, শুক্রবার সকালে জয়পুরসহ কয়েক গ্রামের হাজারও মানুষ হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে। পরে জয়পুর ঈদগাহ মাঠে সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএ হান্নান রুনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সম্ভাব্য মেয়র প্রার্থী নাজমুল করিম বাবু, জয়পুর ইউপির সাবেক চেয়ারম্যান এসএম শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শিকদার আব্দুল জলিল, যুবলীগের সভাপতি আশরাফুল আলম, শ্রমিক লীগ নেতা মোঃ মন্নু মোল্যা, শ্রমিক লীগের ১ নং ওয়ার্ডের সভাপতি মাহাবুবুর রহমান শেখ প্রমুখ।
উল্লেখ্য, আসন্ন লোহাগড়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য মেয়র প্রার্থী সৈয়দ মসিউর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী অপর মেয়র প্রার্থী নাজমুল করিম বাবুর সমর্থকদের ওপর গত বছর ২৯ নভেম্বর অতর্কিত সন্ত্রাসী হামলা চালালে অন্তত ১০জন আহত হয়। ওই হামলায় গুরুতর আহত বাচ্চু মোল্যা কে লোহাগড়া হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে ঢাকা সিএমএইচ হাসপাতালে নেয়া হয়। গত বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













