কবে হাশমীকে চুমু খাবে ফারিয়া?

আপডেট: ২০১৬-০১-০২ ১৯:৩৭:৩৮


faria-hashmi_97065 (1)বলিউডের সিরিয়াল কিসার ইমরান হাশমীর সঙ্গে যুগল ছবি করতে যাচ্ছেন ফারিয়া- এমন খবরের পর, দর্শক মহলে যেন জল্পনা কল্পনার শেষ নেই। কবে অনস্ক্রিনে হাশমীকে চুমু খাবে ফারিয়া তা নিয়ে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।

ফারিয়ার ভাষ্য, হাশমির সঙ্গে ছবিটি এখনও চূড়ান্ত কোনো ঘোষনায় না গেলেও একাধিক আলোচনা হয়েছে এ নিয়ে। এই কাজটা করতে পারলে অবশ্যই আমার ক্যারিয়ারের অনেক বড় প্রাপ্তি যোগ হবে। কিন্তু তার চেয়েও বড় কথা হলো মিডিয়াতে এই খবরটি ছড়িয়ে পড়ার পর যেন ছবিটির অন্য বিষয়ের চেয়ে কবে আমি অনস্ক্রীন – এ চুমু খাবো, সেটি জানার জন্য সবাই অস্থির। আমার কাছে খানিকটা অবাকই লাগে এই বিষয়গুলো।

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে হিরো ৪২০’ নামের একটি চলচ্চিত্র আসবে এ বছরের ভ্যালেন্টাইনে। এই ছবিতে ফারিয়ার কো- আর্টিস্ট হিসেবে রয়েছেন রিয়া সেন ও কলকাতার তরুণ প্রতিভাবান হিরো ওম।

যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘আশিকী’ দিয়েই চলচ্চিত্রে যাত্রা শুরু নুসরাত ফারিয়ার। এই চলচ্চিত্র দিয়েই উপস্থাপনা থেকে চলচ্চিত্র নায়িকা হিসেবে পদচারণা তার।

সানবিডি/ঢাকা/রাআ