কর্নওয়ালের ঘূর্ণিতে ১৬০ রানে অলআউট বিসিবি একাদশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-৩০ ১৫:০৪:২৫


সফররত ক্যারিবিয়ানদের বিপক্ষে অনুষ্ঠিত হওয়া তিন ম্যাচের ওয়ান ওয়ানডে সিরিজ যতটা সহজ ছিল, আসন্ন টেস্ট সিরিজ ততটা হবে না- গত কয়েকদিন ধরেই বলাবলি হচ্ছে এ কথা। যার প্রমাণ মিলছে টেস্ট সিরিজ শুরুর আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচেও। যেখানে বিসিবি একাদশের ওপর আধিপত্য বিস্তার করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

আজ শনিবার প্রস্ততি ম্যাচের  দ্বিতীয় দিন মাত্র ১৬০ রানে অলআউট হয়ে গেছে বিসিবি একাদশ। যার ফলে ৯৭ রানের লিড পেয়েছে ক্যারিবীয়রা। অফস্পিনার রাহকিম কর্নওয়াল এবং বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানের ঘূর্ণিতেই কুপোকাত হয়েছে বিসিবি একাদশের ব্যাটসম্যানরা। কর্নওয়াল ৫ ও ওয়ারিকান নিয়েছেন ৩ উইকেট।

সানবিডি/এনজে