১৭ জানুয়ারি আসছে তৃতীয় “পেসার হান্ট”
আপডেট: ২০১৬-০১-০২ ২০:১০:১০

বহুল প্রতিক্ষীত তৃতীয় পেসার হান্ট প্রোগ্রাম শুরু হবে আগামী ১৭ জানুয়ারি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আগে ২০০৪ ও ২০০৭ সালে পেসার হান্ট প্রোগ্রাম আয়োজন করেছিলো।
ওই দুইবার স্পন্সর করেছিল গ্রামীণফোন। কিন্তু এবার স্পন্সর করছে রবি। এবারেরর পেসার হান্টে মেয়েদের সংযুক্ত করা হয়েছে। ১৬ থেকে ২৩ বছর বয়সী ছেলে ও মেয়েরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
আগ্রহীদের আগামী ১৪ জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে। অনলাইন ও এসএমএস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়া নির্ধারিত রবি ওয়াক-ইন-সেন্টার থেকেও রেজিস্ট্রেশন করা যাবে।
ছেলেদের জন্য সর্বনিম্ন উচ্চতা হতে হবে ৫ ফুট ৬ ইঞ্চি। আর মেয়েদের সর্বনিম্ন উচ্চতা হতে হবে ৫ ফুট। দুইটি স্তরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব শুরু হবে ১৭ জানুয়ারি থেকে। বাংলাদেশের মোট ১৬টি স্থানে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।
প্রথম পর্যায়ে নির্বাচিত ৬৪ জনকে ঢাকা হাই পারফরম্যান্স ক্যাম্পে সুযোগ দেয়া হবে। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির বোলিং কোচ প্রতিযোগীদের মনিটরিং করবেন ও ডাটা সংগ্রহ করবেন। সবশেষে ১২ জনকে (১০ জন ছেলে, দুইজন মেয়ে) বিজয়ী বলে ঘোষণা করা হবে।
বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছেন, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আগামীর মাশরাফি, রুবেল, তাসকিনদের খুঁজছি। আমি নিশ্চিত, এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের খুঁজে পাব।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












