শীতকালীন প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক চলছে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-৩১ ১২:১৯:১৩
সংসদ দুই দিন মুলতবি থাকার পর আজ রোববার (৩১ জানুয়ারি) বৈঠক শুরু হয়েছে। এর আগে ২৮ জানুয়ারি সংসদের বৈঠক মুলতবি করা হয়।
দিনের কার্যসূচি অনুযায়ী মুলতবি বৈঠকের শুরুতেই প্রশ্ন-জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উত্থাপিত হয়। এদিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নোত্তর ছিল। এরপর জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) স্থগিত করা হয়।
এরপর রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা শুরু হয়।
গত ১৮ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় এই অধিবেশন শুরু হয়। সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ধন্যবাদ প্রস্তাব আনা হয়। এরপর ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।