মহামারিতে ৯ শতাংশ কমেছে জ্বালানি তেলের চাহিদা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-৩১ ১৫:১৪:১৮


বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে ২০২০ সালের শুরুর দিক থেকে বিশ্বের বিভিন্ন দেশ একের পর এক লকডাউনে চলে যায়। মানুষ ঘরবন্দি থাকায় কার্যত স্থবির হয়ে আসে পরিবহন খাত। কার্যক্রম সীমিত হয়ে আসে শিল্প, পর্যটনসহ নানা খাতের। এমন পরিস্থিতিতে কমতে শুরু করে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা। বছর শেষে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) বলছে, করোনা মহামারী ও লকডাউনের কারণে গত বছর অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা আগের বছরের তুলনায় ৯ শতাংশ কমেছে। খবর অয়েলপ্রাইসডটকম ও রয়টার্স।

এ বিষয়ে ইআইএর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ী বছরে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা দাঁড়িয়েছে দৈনিক গড়ে ৯ কোটি ২২ লাখ ব্যারেলে। এক বছরের ব্যবধানে জ্বালানি পণ্যটির বৈশ্বিক চাহিদায় ৯ শতাংশ পতন দেখা গেছে। ১৯৮০ সাল থেকে প্রতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদার হিসাব রাখছে ইআইএ। প্রতিষ্ঠানটি বলছে, এর পর থেকে ২০২০ সালেই জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদায় সবচেয়ে বড় পতন দেখা গেছে।

সানবিডি/এনজে