সিজিবির শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে পরিকল্পনা মন্ত্রীর অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০১-৩১ ১৯:২১:৩৪


ক্লিন গ্রিন বাংলাদেশ (সিজিবি) এর সিলেটে ইউনিট উদ্যোগে শনিবার সিলেট নগরীর আখালীয়া এলাকার আনসার ভিডিপি গেটে শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী সারাদেশব্যাপী সিজিবি ও গরিব ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির প্রশংসা করে তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন যে, ক্লিন গ্রিন বাংলাদেশ দেশকে পরিচ্ছন্ন ও সবুজায়ন করতে যে কর্মসূচি গ্রহণ করছে তা অত্যন্ত ভাল ও মহৎ কাজ। তারা পরিবেশের পাশাপাশি শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে যা মানুষের কাজে লাগবে। বক্তৃতায় তিনি সিজিবি সুশৃঙ্খলভাবে এরূপ কর্মসূচি বাস্তবায়ন করে মানুষের কল্যাণে কাজ করে যাবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য জনাব জহিরুল ইসলাম, সিলেট রোটারী ক্লাবের কোষাধ্যক্ষ রোটারিয়ান নিজাম উদ্দিন, আখালীয়া দামানী পাড়া ক্লাবের সভাপতি জনাব আব্দুল্লাহ আল মাহবুব, মন্ত্রীর এপিএস জনাব হাসনাত ও সিজিবির সিলেট ইউনিটের প্রধান সমন্বয়ক জনাব আমিনুল ইসলাম আমিন।

জনাব আমিনুল আমিন জানান যে, মন্ত্রী মহোদয় সিজিবির বিষয়ে বিস্তারিত শুনার জন্য আগ্রহ ব্যক্ত করে মন্ত্রী মহোদয়ের সাথে পরবর্তীতে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য যে, গরিব ফাউন্ডেশনের সহযোগিতায় সিজিবি সারাদেশে তাদের ৯ টি ইউনিটের মাধ্যমে প্রথম দফায় শীতার্থদের মাঝে মোট ১১২০ টি কম্বল বিতরণ করেছে এবং ২য় দফায় আর ১০০০ টি কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

সানবিডি/এনজে