গ্রাহকদের মেয়াদী ঋণের কিস্তি পরিশোধে সময় বাড়ানোর নির্দেশনা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-৩১ ২১:১৪:৪৪

মহামারি করোনায় যে সকল গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যাতে ঋণের কিস্তি সহজে পরিশোধ করতে পারেন, সে লক্ষ্যে বাড়তি সময় দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ রবিবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়, চলতি জানুয়ারি থেকে নিয়মিত মেয়াদি ঋণের কিস্তি পরিশোধের ক্ষেত্রে অবশিষ্ট মেয়াদের সঙ্গে আরও ৫০ শতাংশ সময় বাড়িয়ে দিতে পারবে ব্যাংকগুলো।
অর্থাৎ, কোনও গ্রাহকের ঋণ পরিশোধের জন্য যদি এক বছর সময় থাকে, তাহলে এর সঙ্গে আরও ছয় মাস যোগ করে ঋণের কিস্তি পরিশোধের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করতে পারবে ব্যাংক।
এই সার্কুলারে আরও বলা হয়, কোভিড-১৯ এর প্রভাব ও বকেয়া ঋণের পরিমাণের ভিত্তিতে এ ধরনের ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বিবেচনা করবে ব্যাংক।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













