প্রশ্নপত্র ফাঁস : র্যাবের হেফাজতে ইউজিসি কর্মকর্তার মৃত্যু
প্রকাশ: ২০১৫-১০-০২ ১১:১২:৫৫
মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজ র্যাবের হেফাজতে মারা গেছেন। বৃহস্পতিবার রাতে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আনা হয়।
শেরেবাংলা থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদ আলী রাতে জানান, ‘প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৮ সেপ্টেম্বর ওমর সিরাজকে আটক করা হয়। ১৯ সেপ্টেম্বর মামলা হওয়ার পর ২১-২২ সেপ্টেম্বর ওমর সিরাজকে রিমান্ডে নেওয়া হয়। ২৪ সেপ্টেম্বর মামলা র্যাবে হস্তান্তর করা হয়েছে। এরপর কী হয়েছে তা আমি জানি না।’
ওমর সিরাজের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে র্যাব-৪ এর অপারেশন অফিসার এএসপি মুজাহিদ বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওমর ফারুককে আটক করা হয়েছিল। প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকারও করেছিলেন তিনি। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা জানতে ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর তাকে আরও দুই দিনের রিমান্ডে আনা হয়েছিল। ২ অক্টোবর তাকে কোর্টে হাজির করার কথা ছিল। কিন্তু সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি মারা যান। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তিনি হার্টএটাকে মারা গেছেন।’
১৮ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁও ইউজিসি কার্যালয়ে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সহকারী পরিচালক ওমর সিরাজ (৩২), বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের স্টোরকিপার রেজাউল করিম (৩২) ও ঈশান ইমতিয়াজ হৃদয় (২২) নামের তিনজনকে আটক করা হয়।