শপথের পরের দিন হত্যা

প্রকাশ: ২০১৬-০১-০৩ ১০:২০:১৯


gisela_motaমেয়র হিসেবে শপথ নিয়েছেন শুক্রবার। একদিন পর শনিবার তার প্রাণ নিয়ে নিল বন্দুকধারীরা।

রাজধানী মেক্সিকো সিটি থেকে ৮৫ কিলোমিটার দূরে টেমিক্সকো শহরের নবনির্বাচিত মেয়র গিসেলা মোতাকে (নারী) তার নিজ বাড়িতে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। চার হামলাকারীর মধ্যে পুলিশের গুলিতে নিহত হয়েছে দুজন এবং অন্য দুজনকে গ্রেফতার করা হয়েছে।

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

হত্যার কারণ এখনো জানা যায়নি। তবে গত বছর সন্দেহভাজন মাদক চোরাকারবারিদের হাতে মেক্সিকোর কয়েকজন মেয়র নিহত হন।

টেমিক্সকো মেক্সিকোর শিল্পসমৃদ্ধ শহর। তবে এখানে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য রয়েছে। গিসেলা মোতা তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন, মেয়র হলে শহর থেকে দুর্বৃত্তদের বিতাড়িত করা হবে। সেই সঙ্গে একটি পরিচ্ছন্ন নগরী গড়ার অঙ্গীকার করেছিলেন তিনি।