সেনা অভ্যুত্থান

মিয়ানমারে সব ধরণের ব্যাংকিং কার্যক্রম বন্ধ ঘোষণা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-০১ ১৫:২৩:৩৮


মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর দেশটির সকল ব্যাংক তাদের কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে। কবে চালু হবে সে বিষয়ে পরবর্তীতে জানানো বলেও জানানো হয়েছে।

একি বিবৃতিতে আজ সোমবার দেশটির ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বর্তমান অবস্থার কথা তুলে ধরে জানিয়েছে, ইন্টারনেট সংযোগ দুর্বল থাকার কারণে ব্যাংকগুলোতে সোমবার সব ধরনের সেবা সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে।

এই বিবৃতিতে বলা হয় যে , এর মধ্যে ব্যাংকগুলো বন্ধের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নেবে এবং এরপরই কবে থেকে আবার তাদের সেবা চালু হবে সে বিষয়ে জানাবে।

সানবিডি/এনজে