ভারতে স্বর্ণের চাহিদা ৩৫ শতাংশ হ্রাস পেয়েছে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০২ ১৪:২১:২০


বিদায়ী ২০২০ সালে ভারতে স্বর্ণের চাহিদা ৩৫ শতাংশ হ্রাস পেয়ে ৪৪৬ দশমিক ৪ টনে পৌঁছেছে। বিগত ১৯৯৪ সালের পর চাহিদার ক্ষেত্রে এটিই সবচেয়ে বড় হ্রাস। এমনকি ভারতে স্বর্ণের চাহিদা বৈশ্বিক চাহিদার চেয়েও খারাপ অবস্থায় রয়েছে। বৈশ্বিকভাবে চাহিদা হ্রাস পেয়েছে ২৮ শতাংশ। সম্প্রতি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) প্রকাশিত এক প্রতিবেদনে গত বছরের স্বর্ণ বাজারের পরিস্থিতি তুলে ধরা হয়েছে। খবর ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।

স্বর্ণের এই চাহিদা কমার পেছনে মূল ভূমিকা পালন করেছে নভেল করোনাভাইরাস পরিস্থিতি। পাশাপাশি মূল্যবান ধাতুর দাম হ্রাস পাওয়াও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে কেবল চাহিদায়ই নয়, দেশটির সরবরাহ ব্যবস্থাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে চলতি ২০২১ সালে ফের স্বর্ণের বাজার ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, মানুষের দমিত চাহিদা ও উচ্চতর অর্থনৈতিক প্রবৃদ্ধি দাম বাড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সানবিডি/এনজে