সাইফের সাথে রোমাঞ্চকর ম্যাচে শেখ জামালের নাটকীয় জয়
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০২ ১৮:৫৭:৩০

ম্যাচটি কি শুধুই ভালো হয়েছে? না, তার চেয়েও বেশি। গোল পাল্টা-গোল। ক্ষণে ক্ষণে ম্যাচের দৃশ্যপট বদলে যাওয়া। শেষ পর্যন্ত দুই গোলে পিছিয়ে পড়া শেখ জামালের ৩-২ ব্যবধানের নাটকীয় জয়। একটি ভালো ফুটবল ম্যাচের সব রসদেই পূর্ণ ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দিনের একমাত্র ম্যাচটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে গিয়েছিল ফেডারেশন কাপের রানার্সআপ সাইফ স্পোর্টিং ক্লাব। এই ম্যাচ বের করেন নেবেন সফিকুল ইসলাম মানিকের শিষ্যরা, হয়তো কোচ নিজেও ভাবেননি।
দ্বিতীয়ার্ধে ভোজবাজির মতো সব পাল্টে দিয়ে সাইফকে স্তব্ধ করে দেয় প্রিমিয়ার লিগের তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল। ২২ মিনিটে তরুণ ফয়সাল আহমেদ ফাহিমের দর্শনীয় গোলে এগিয়ে যায় সাইফ। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে নাইজেরিয়ান জন ওকোলি ব্যবধান দ্বিগুণ করে সাইফের কোচ পলপুটের মুখে হাসি ফোটান।
৭৪ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা শেখ জামাল মাঠ ছাড়ে ৩-২ গোলের জয় নিয়ে। ৭৫ মিনিটে শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং গোল করে ব্যবধান কমান। পরের মিনিটে নুরুল আবসার দারুণ এক ভলিতে আনেন সমতা।
বাকি সময় হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে ইনজুরি সময়ে পেনাল্টি পায় শেখ জামাল। গাম্বিয়ান পল ওমর জোবের শট হাতে লাগে বক্সে দাঁড়ানো সাইফের অধিনায়ক রিয়াদুল হাসান রাফির। পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেনসি সলোমন কিং।
গোলের পরপরই বেজে ওঠে রেফারির লম্বা বাঁশি। উল্লাসে ফেটে পড়ে শেখ জামাল শিবির। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে মানিকের দল। দ্বিতীয় হারে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে সাইফ।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












